ছাত্র সংসদের কেন্দ্রীয় প্যানেলের ১৩ টি আসনের মধ্যে ৯ টিতে প্রার্থী দিয়েছে এবিভিপি। আরএসএস-পন্থী ছাত্র সংগঠন এবিভিপি কেন্দ্রীয় প্যানেলে এসএফআই ও অন্য কয়েকটি ছাত্র সংগঠনের চেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে।
২০১৭-তে ছাত্র ভোট ঘিরে রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে হিংসার পরিপ্রেক্ষিতে শিক্ষা বিভাগ ছাত্র সংসদ বন্ধ করেছিল এবং এর পরিবর্তে অ-রাজনৈতিক ছাত্র পরিষদ গঠনের প্রস্তাব রেখেছিল। কিন্তু গত তিন বছর ধরে পড়ুয়াদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সংসদ নির্বাচন ফের চালু হয়েছে।
এবিভিপি ছাড়াও যাদবপুরে লড়াই করছে এসএফআই, আইসা, তৃণমূল ছাত্র পরিষদ, এআইডিএসও -এর মতো সংগঠনগুলি। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি নির্দল ছাত্র সংগঠন।
কলা বিভাগের চারটি আসন ও ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচ আসনের প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে এবিভিপি। তবে বিজ্ঞান বিভাগের চার আসনে তাদের কোনও প্রার্থী নেই। ২০১৭-তে এবিভিপি ইঞ্জিনিয়ারিং বিভাগে কয়েকটি আসনে প্রার্থী দিয়েছিল। তবে এই প্রার্থীরা এবিভিপি-র নয়, অন্য ব্যানারে লড়াই করেছিলেন।
২০১৭-র নির্বাচনে এসএফআই কলা বিভাগ এবং নির্দল সংগঠনগুলি বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়ী হয়েছিল।