কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের। কোভিড বিধি মেনে নবম থেকে দ্বাদশ ক্লাস চালুর ভাবনা। ২০২০-র মার্চ থেকে ২০২১-এর ফেব্রুয়ারি। করোনা আবহে, প্রায় ১১ মাস বন্ধ থাকার পর, আগামী ১২ তারিখ থেকে রাজ্যের স্কুলগুলিতে ক্লাস চালু করার ভাবনা সরকারের। তবে, শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হতে পারে ৷ এখনই চালু হচ্ছে না প্রাথমিক বিভাগ।


শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, ‘‘১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের ৷ নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস চালু করার ভাবনা এটুকুই ৷’’


গত বছরের শুরুতে করোনার থাবা চওড়া হওয়ার সঙ্গে সঙ্গেই, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বর্তমানে কোভিড-আক্রান্তের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। সেই সঙ্গে এসে গেছে করোনার ভ্যাকসিনও। এই পরিস্থিতিতে স্কুল খোলার দাবি জানান অভিভাবকদের একাংশ।


এরইমধ্যে জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে। ২০২১-এ যারা মাধ্যমিক দেবে, হিসেব মতো, তারা সশরীরে স্কুলে এসে ক্লাস করেছে মাত্র আড়াই মাস। আর যারা উচ্চমাধ্যমিক দেবে, তারা সশরীরে একদিনও ক্লাস করেনি।


প্রস্তুতি বলতে, অনলাইনে বাড়িতে বসে। শেষমেষ, স্বাস্থ্যবিধি মেনে উঁচুক্লাসে সশরীরে পঠনপাঠনের কথা ভাবছে সরকার। শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘‘কোভিড বিধি মেনেই চলবে ক্লাস, স্যানিটাইজ করা হচ্ছে। আগামিকাল ভিসিদের সঙ্গে বৈঠক রয়েছে। তারপর ঠিক করব। ’’


রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ থেকে চিকিত্‍সক, সকলেই। শিক্ষাবিদ পবিত্র সরকারের মতে, ‘‘সব মেনে যদি করা যায়, তাহলে সংগত।’’


চিকিৎসকরা অনেকেই মনে করছেন, পড়ুয়াদের স্বার্থেই এবার স্কুল খোলার প্রয়োজন রয়েছে ৷ তবে করোনার বিপদ এখনও যায়নি ৷ সাবধানতা অবলম্বন করার তাই অবশ্যই প্রয়োজন রয়েছে ৷ স্কুলের শৌচাগারগুলিও সবসময়ে পরিষ্কার রাখার প্রয়োজন রয়েছে ৷


সরকারের ভাবনাকে সাধুবাদ জানিয়ে ICSE কাউন্সিলের CEO জেরি অ্যারাথুন জানিয়েছেন, কাউন্সিলের অধীন স্কুলগুলিও সশরীরে পড়ুয়াদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে পারে। প্রয়োজনের ভিত্তিতে পড়ুয়ারা স্কুলে যেতে পারে পড়ুয়ারা। নবম এবং একাদশে বার্ষিক পরীক্ষা সশরীরে নিতে পারে স্কুলগুলি। ICSE ও ISC বোর্ড তাঁদের প্রি বোর্ড এক্সামও সশীরের নিতে পারে। CBSE-ও একই কথা ভাবছে বলে সূত্রের খবর। এদিনই CBSE বোর্ডের টেন ও টুয়েলভ বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করে কেন্দ্র। আগামী মে মাসের ৪ তরিখ থেকে শুরু হবে ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা। ক্লাস টেনের পরীক্ষা শেষ হবে ৭ই জুন। টুয়েলভের পরীক্ষা শেষ হবে ১১ জুন। উঁচু শ্রেণির ক্লাস চালুর কথা ভাবলেও, নিচু শ্রেণির ক্লাস শুরুর কথা আপাতত ভাবছে না কোনও বোর্ডই।


নবম থেকে দ্বাদশে ক্লাস শুরুর ভাবনা থাকলেও, কলেজ, ইউনিভার্সিটির ক্লাস কবে শুরু হবে, তা নিয়ে বুধবার উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসছেন শিক্ষামন্ত্রী।