নয়াদিল্লি: বাবার হিরের ব্যবসা। টাকার লেখাজোখা নেই। আর ছেলের সেই টাকা ওড়ানোর বদভ্যাস। বিগড়ে যাওয়া একমাত্র সন্তানকে সিধে করতে অন্যরকম পথে হাঁটলেন সুরাটের কোটিপতি ব্যবসায়ী সাভজি ঢোলাকিয়া। ২১ বছরের ছেলে দ্রব্য ঢোলাকিয়াকে বাড়ি থেকে বার করে দিয়েছেন তিনি। বলেছেন, কেরলের কোচি গিয়ে সম্পূর্ণ নিজের উপার্জনের পয়সায় এক মাস চালাতে। বেঁচে থাকতে দ্রব্য ছোটখাট যে কোনও কাজ করতে পারেন, তাতে বাবার কোনও আপত্তি নেই। কিন্তু তাঁর ভরসায় নয়, ছেলেকে বাঁচতে হবে নিজের যোগ্যতায়, নিজের উপার্জনে ভর করে।
২১ বছরের দ্রব্য আমেরিকায় এমবিএ-র ছাত্র ছিলেন। ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই ছেলের টাকা ওড়ানোর নমুনায় বীতশ্রদ্ধ বাবা তাঁকে বাড়ি থেকে বার করে দেন। ২১ তারিখ কোচি পৌঁছেছেন দ্রব্য, সঙ্গে ৩ জোড়া জামা প্যান্ট আর বাবার দেওয়া ৭,০০০ টাকা। তাও বাবা বলে দিয়েছেন, আপদবিপদ ছাড়া ওই টাকা খরচ না করতে।
সাভজি ঢোলাকিয়া বলেছেন, তিনি চান, ছেলে টাকার মূল্য বুঝুক, শিখুক চ্যালেঞ্জের মুখোমুখি হতে। সুরাটে ৬,০০০ কোটি টাকার একটি সংস্থার মালিক এই ভদ্রলোক। তাঁর সংস্থা ব্যবসা করে বিশ্বের ৭১টি দেশে।