কলকাতা: আইএস ঘনিষ্ঠ বাংলাদেশের জঙ্গি নেতা সুলেমানের সঙ্গে মালদায় বৈঠক করেছিল মুসা। গোয়েন্দা সূত্রে দাবি, বর্ধমান থেকে ধৃত সন্দেহভাজন এই জঙ্গিকে জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য।
এপার বাংলা.....ওপার বাংলা থেকে শুরু করে সিরিয়া, সন্ত্রাসের জালে মিলেমিশে একাকার।
ফের জঙ্গি হামলায় যখন যখন রক্তাক্ত পদ্মাপাড়, তখন গঙ্গাপাড়ে ধৃত সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে পাওয়া গেল বাংলাদেশের প্রথম সারির এক জঙ্গি নেতার নাম! যার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বীরভূমের মুসার!
এনআইএ সূত্রে দাবি,মুসাকে জেরা করে জানা গিয়েছে, প্রাক্তন জামাত নেতা ও বর্তমানে আইএস ঘনিষ্ঠ বাংলাশের জঙ্গি নেতা সুলেমান ও বাংলার বাঘ-টু নামে দু’জনের সঙ্গে নিয়মিত কথা হত মুসার! কয়েক বছর ধরে আইএসের তরফে রাজসাহী-সংলগ্ন এলাকায় নেতৃত্ব দিচ্ছে সুলেমান।
গোয়েন্দা সূত্রে খবর, সিরিয়ার শীর্ষ আইএস নেতা সফি আরমারের পাশাপাশি সুলেমানও মুসাকে উদ্বুদ্ধ করেছিল। তিনজনের মধ্যেই ছিল নিবিড় যোগাযোগ!
এনআইএ সূত্রে দাবি, সফি আরমারের নির্দেশেই, ২০১৪ সালে মালদায় সুলেমানের সঙ্গে একটি বৈঠক করে মুসা!
সুলেমান বাংলাদেশ থেকে মালদায় গিয়েছিল। চেন্নাই থেকে এসেছিল মসিউদ্দিন ওরফে মুসা। বৈঠকে সফি আরমারের যোগ দেওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে সে আসেনি। এই বৈঠকের পরই আরও ঘনিষ্ঠ হয় সুলেমান ও মুসা।
আর কারা ওই বৈঠকে ছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
এদিন লাভপুর থেকে ধৃত মুসার সহযোগী সাদ্দাম এবং শেখ আব্বাসউদ্দিনকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত।
বাংলাদেশের আইএস ঘনিষ্ঠ জঙ্গি নেতার সঙ্গে মালদায় বৈঠক করেছিল মুসা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jul 2016 01:29 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -