কলকাতা: ফের তৃণমূল নেতার নিশানায় প্রশান্ত কিশোর। সোশাল মিডিয়ায় প্রশান্তর সংস্থা আই প্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা ও শুভেন্দু অধিকারীর অনুগামী বুবাই কর। জলপাইগুড়ি জেলা কমিটির যুগ্ম সম্পাদকের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর কোনও বিকল্প নেই। অথচ এখন বেসরকারি সংস্থার কর্মীরা এসে তৃণমূল নেতা-কর্মীদের কাজের হিসেব চাইছেন। এতে অসম্মানিত বোধ করছেন দলের নেতা-কর্মীরা। এটা ব্যক্তিগত মতামত, প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। অন্যদিকে, সোশাল মিডিয়ায় তৃণমূল নেতার বক্তব্য ভাইরাল হতেই আসরে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের কটাক্ষ, কাটমানির সরকারে সৎ লোকেরা বেমানান। তাই তৃণমূলে গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে।


এর আগেও একাধিক তৃণমূল নেতা প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।