নন্দীগ্রামে শুভেন্দুর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, সবংয়ে অনুগামীর বাড়িতে ভাঙচুর, বোমাবাজি!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Dec 2020 11:42 AM (IST)
তৃণমূল কর্মীর অভিযোগ, গতকাল শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পর, তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূল সাংসদ মানস ভুঁইয়ার অনুগামীরা।
সবং: শুভেন্দু অনুগামীর বাড়ি ভাঙচুর, বোমাবাজি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কোলোন্দা গ্রামে। তৃণমূল কর্মীর অভিযোগ, গতকাল শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পর, তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূল সাংসদ মানস ভুঁইয়ার অনুগামীরা। বাড়ি ভাঙচুরের পাশাপাশি বোমাও ছোড়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। ভিত্তিহীন অভিযোগ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, প্রতিক্রিয়া তৃণমূলের। বিজেপির পাল্টা দাবি, শুভেন্দু বনাম মমতার লড়াই ধামাচাপা দিতেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। মহিষাদলের পর সোমবার নন্দীগ্রামে রাসমেলায় অংশ নেন শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন, কিন্তু দল এখনও ছাড়েননি। তাই রাসমেলার উদ্বোধনে তিনি কোনও রাজনৈতিক বার্তা দেন কি না, সেদিকে অনেকেরই নজর ছিল। যদিও রাজনীতি প্রসঙ্গে একটি বর্ণও খরচ করেননি শুভেন্দু। তিনি শুধু বলেন, 'সবাই একসঙ্গে ভাল থাকেন, খেলা-মেলা সবেতেই আসি নন্দীগ্রামে, সবার সঙ্গে আগেও ছিলাম, ভবিষ্যতেও পাবেন, হরেকৃষ্ণ।'