খেজুরি: কেটেছে মাত্র একটা রাত। গতকালই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী। এখনও তিনি দলের বিধায়ক। তাই এখনও 'আশা আছে' ভাবছে পার্টির হাইকম্যান্ড। কিন্তু শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগের পরেই অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি।

শুক্রবার রাতেই অশান্ত খেজুরি। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূলের কার্য্যালয় ভাঙচুর চানলানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, রাতের অন্ধকারে খেজুরির পাটনা, কণ্ঠীবাড়িতে তৃণমূলের কার্যালয় ‘দখল’ করে নেয় গেরুয়া শিবির। তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলা হয়। লাগিয়ে দেওয়া হয় বিজেপির পদ্ম-পতাকা। আলিচকেও তৃণমূলের কার্যালয় ‘দখল’ করা হয়েছে বলে সূত্রের খবর।

কার্য্যালয় দখলের অভিযোগে শনিবার সকাল থেকেই রাস্তা অবরোধ করে তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। উল্টে তাদের দাবি, 'পুনরায় খেজুরিকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল।

পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের দাপট সন্দেহাতীত। আর নন্দীগ্রামে শুভেন্দুর একাধিপত্য নিয়েও কারোর মনে কোনও সন্দেহ নেই। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনে কেঁপে ওঠে গোটা রাজ্য। গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে শুভেন্দু অধিকারীর মিছিল করেন। সেখানে তিনি বলেন,‘আমরা মানুষের মঙ্গলের জন্য কাজ করি। এই শান্তি, এই গণতন্ত্র, এই বাক স্বাধীনতা চিরস্থায়ী হোক। আমি ২০১০-এ এসেছিলাম। ২০১১ থেকে ২০১৯-এও এসেছিলাম। আমি আপনাদের পাশে সর্বদা এভাবেই থাকতে চাই।’