কলকাতা: স্কুলে নতুন করে ছাত্রভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর। প্রাক্ প্রাথমিকে প্রথম ও পঞ্চম শ্রেণিতে ভর্তি শুরু হবে ডিসেম্বরে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ থেকে ৯ ডিসেম্বর আবেদনপত্র তোলা ও জমা দেওয়া যাবে। ভর্তি হবে লটারির মাধ্যমে। ১১ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে হবে লটারি। ১৮ ডিসেম্বর থেকে শুরু ভর্তি পর্ব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড বিধি মেনে ভর্তি পর্ব চলবে। ওই সময় স্কুলে আসতে পারবে না কোনও পড়ুয়াই। ভর্তি চলাকালীন পর্যায়ক্রমে স্কুলে আসতে হবে শিক্ষকদের।
কিন্তু প্রশ্ন উঠছে, স্কুল কবে খুলবে? স্কুল না খুললে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষাই বা কোথায়, কীভাবে হবে? এখনও করোনা যা ভয়াবহ চেহারা, তাতে স্কুল যে আপাতত খুলছে না, তার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।
বুধবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, বর্তমান যা পরিস্থিতি, আবার তো ফিরে আসছে করোনা। অনেক রাজ্য তো স্কুল খুলে আবার বন্ধ করেছে। কোন পথে গেলে পড়ানো এবং পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত হবে, সেই পথ খুঁজছি।
সরকার পরিকল্পনা নিয়েছিল, ডিসেম্বর থেকে শুরু হবে কলেজ , বিশ্ববিদ্যালয়ের ক্লাস। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা-ও যে আলোচনা সাপেক্ষ, তা বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। ডিসেম্বরে কলেজ বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে তিনি বলেন, আমরা উপাচার্যদের সঙ্গে কথা বলব। তাঁদের মনোভাব জানব। তারপর মুখ্যমন্ত্রীকে জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
এখনও করোনা সংক্রমণ চোখ রাঙাচ্ছে। ভ্যাকসিনের ভবিষ্যত্ এখনও অনিশ্চিত। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাড়া এবার অন্যান্য ক্লাসের পড়ুয়ারা স্বাভাবিক ভাবে পরের ক্লাসে উঠে যাবে। জানুয়ারিতে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এই প্রেক্ষাপটে কীভাবে পরিস্থিতি মোকাবিলা সম্ভব তা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal School Admission Circular : এ বছর বাচ্চাকে স্কুলে ভর্তি করাবেন? কবে আবেদন করবেন? কবে লটারি? জানুুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2020 08:07 AM (IST)
স্কুলে নতুন ছাত্রভর্তির বিজ্ঞপ্তি। ১৮ ডিসেম্বর থেকে প্রাক প্রাথমিক প্রথম ও পঞ্চম শ্রেণিতে ভর্তি শুরু। স্কুলে আসবে না পড়ুয়ারা। পর্যায়ক্রমে স্কুলে আসতে হবে শিক্ষকদের।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -