অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অস্থায়ী চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, চেয়ারম্যান পদটি লাভজনক। তাই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়াতে ওই পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। খবর সূত্রের।


৪ জানুয়ারি, বস্ত্রমন্ত্রকের সিদ্ধান্তে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অস্থায়ী চেয়ারম্যান হন শুভেন্দু অধিকারী। নিয়োগপত্র অনুযায়ী তাঁর মেয়াদ ছিল তিন বছর। তাঁকে অস্থায়ী বা পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়। তবে এই পদই এবার ছেড়ে দিলেন শুভেন্দু। 


যদিও দলের তরফে কৈলাস বিজয়বর্গীয়র দাবি 'নির্বাচন নিয়ে ব্যস্ততা বাড়ছে। সেই কারণেই শুভেন্দু ইস্তফা দিয়েছেন।

জানা গেছে, নিয়োগপত্র অনুযায়ী জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে তাঁর ৩ বছরের মেয়াদ ছিল। তাঁর নিয়োগ ছিল অস্থায়ী চেয়ারম্যান হিসাবে। বিজেপি এখনও প্রার্থীতালিকা ঘোষণা নাকরলেও, তিনি যে  ভোটের ময়দানে অবতীর্ণ হচ্ছেন, তা নিশ্চিত। নির্বাচনে লড়তে হলে  সরকারি পদ থেকে ইস্তফা দিতে হয়। সেই জন্যই শুভেন্দুর এই ইস্তফা। 


অন্যদিকে  'দাদার অনুগামী'দের ব্যানারে ফ্লেক্স পড়ল পুরুলিয়ার আদ্রায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্সে তাঁকে মুখ্যমন্ত্রী করার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি জঙ্গলমহলের সবকটি আসনে দাদার অনুগামীদের প্রার্থী করার দাবি জানানো হয়েছে ফ্লেক্সে। ২৭ মার্চ পুরুলিয়ার ৯টি আসনে ভোট। এখনও কোনও দল প্রার্থীতালিকা ঘোষণা না করলেও, ভোটের মুখে আদ্রার একাধিক জায়গায় দাদার অনুগামীদের পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা। অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি, দলীয় নেতৃত্বের ওপর চাপ তৈরি করতেই বিজেপির একাংশ এ ধরনের ফ্লেক্স লাগিয়েছে।