বেলুড়: স্বামী আত্মস্থানন্দজির প্রয়াণের পর রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ হলেন স্বামী স্মরণানন্দ মহারাজ। ১০ বছর ধরে তিনি সামলেছেন সহ অধ্যক্ষের দায়িত্ব। ২১ তারিখ থেকে ষোড়শ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেবেন তিনি।


পাশাপাশি রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন সহ অধ্যক্ষ হলেন স্বামী শিবময়ানন্দ মহারাজ।

১৯২৯ সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্মরণানন্দ মহারাজ। ২০ বছর বয়সে রামকৃষ্ণ সংঘের মুম্বই শাখা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ। ১৯৫২ সালে ২২ বছর বয়সে মুম্বই আশ্রমে যোগদান করেন তিনি।  ৪ বছর পর স্বামী শঙ্করানন্দর কাছে ব্রহ্মচর্যে দীক্ষা। সন্ন্যাসব্রত গ্রহণ করেন ১৯৬০ সালে।