দুর্গাপুর: সিউড়ির পর দুর্গাপুর, শিক্ষকের হাতে ফের শিক্ষার্থীর আক্রান্ত হওয়ার অভিযোগ! শিক্ষিকার আঘাতে আহত, রক্তাক্ত পড়ুয়া। প্রথমে কলমের খোঁচা দিয়ে রক্তাক্ত করা, তারপর বাড়িতে মিথ্যে বলার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে। আহত হয়ে বাড়িতে বসে সাত বছরের খুদে পড়ুয়া।
চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে পলাশডিহায়। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার অপরাধ, ক্লাসে বসে নিজের খাতার পাতা ছিঁড়েছিল। অভিযোগ, শাস্তি দিতে ইংরেজির ক্লাস টিচার বৈশাখী সেনগুপ্ত তাকে পেনের খোঁচা দিয়ে রক্তাক্ত করেন। শুধু রক্তাক্ত করাই নয়, দোষ ঢাকতে অভিযুক্ত শিক্ষিকা ওই পড়ুয়াকে বাড়িতে মিথ্যে বলার নির্দেশ দেন বলে অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষিকা।
বৃহস্পতিবার সকালে স্কুল কর্তৃপক্ষ এবং মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন ছাত্রর বাবা-মা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মহুকুমা শাসক শঙ্খ সাঁতরা জানিয়েছেন, এই ঘটনায় যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে।
দুর্গাপুরে শিক্ষিকার ‘কলমের খোঁচা’, রক্তাক্ত খুদে
Web Desk, ABP Ananda
Updated at:
07 Dec 2017 08:06 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -