নানুর: উইলিয়াম শেকসপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েটে উঠে এসেছিল মন্তাগুয়ে ও ক্যাপুলেত পরিবারের মধ্যে চিরাচরিত দ্বন্দ্ব! যে দ্বন্দ্ব বাধা হয়ে দাঁড়িয়েছিল রোমিও ও জুলিয়েটের সম্পর্কে! সেই বিয়োগান্ত কাহিনিরই প্রতিচ্ছবি যেন এবার বীরভূমের নানুরে। সেখানেও দুই বাড়ির ছেলে-মেয়ের মধ্যে গড়ে উঠেছিল সম্পর্ক। কিন্তু, রাজনীতিতে বিবদমান দুই গোষ্ঠীর সদস্য হওয়ায় দুই পরিবারের মধ্যে আকচা-আকচি উঠেছিল চরমে। অভিযোগ, তার জেরে ভালবাসার সম্পর্ক ভেঙে যাওয়ায় নানুরের সন্তোষপুর গ্রামে আত্মঘাতী কিশোরী।


স্থানীয় লোকজনের দাবি, কিশোরীর পরিবার তৃণমূল নেতা কাজল শেখের অনুগামী। কিশোরের পরিবার আবার তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের অনুগামী বলে পরিচিত। দুই পরিবার দুই গোষ্ঠীর সমর্থক বলে স্বীকার করেছেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখও। সূত্রের খবর, সম্প্রতি কিশোর-কিশোরীর সম্পর্কের কথা জানাজানি হওয়ায় দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। সম্পর্ক ভেঙে দিতে কিশোর-কিশোরীর ওপর ক্রমাগত চাপ আসতে থাকে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে শেষবারের মতো প্রেমিককে ফোন করে আত্মঘাতী কিশোরী। ঘণ্টাখানেক পরে নিজের ঘর থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। কিশোরের বিরুদ্ধে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে ফেরার অভিযুক্ত কিশোর।