ব্যান্ডেল: যৌন হেনস্থার শিকার ৭ বছরের শিশু! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিশুকন্যা! পলাতক অভিযুক্ত। তার বাড়ি ভাঙচুর ক্ষুব্ধ প্রতিবেশীদের।
প্রতিবেশী শেখ সাহেবকে শিশুটি ডাকত জেঠু বলে। তিনি মাঝেমধ্যে কোলে নিয়ে আদরও করতেন এই শিশুকন্যাকে। কিন্তু সেই আদরের আড়ালেই যে লুকিয়েছিল কু-মতলব, তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। হুগলির ব্যান্ডেলের কাজিডাঙায় মঙ্গলবার শিশুর ওপর যৌন হেনস্থার অভিযোগ উঠল পঞ্চাশ বছরের এই প্রৌঢ়ের বিরুদ্ধেই। শিশুটির পরিবারের দাবি, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শেখ সাহেবের বাড়ির উঠোনে খেলছিল শিশুটি। সেই সময়ই শিশুটিকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে যান অভিযুক্ত। সেখানে শিশুটিকে যৌন হেনস্থা করা হয়। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।
এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। এদিকে, ঘটনা জানাজানি হতেই তাঁর বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। চলে ভাঙচুর। চুঁচুড়া থানায় শেখ সাহেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
শিশুকে ‘যৌন হেনস্থা’, অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Aug 2017 09:21 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -