কলকাতা: রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। আজ মরসুমের শীতলতম দিন। শহরের তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতন ৯ দশমিক ৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। বাঁকুড়ায় পারদ নেমেছে ১১ দশমিক ৩ ডিগ্রিতে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আসানসোল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গেও শীতের দাপট। কৃষ্ণনগরে তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ৮ ডিগ্রিতে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকায় পারদ তুলনামূলকভাবে ঊর্ধমুখী। জলপাইগুড়িতে তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মালদায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। দার্জিলিং ৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন শীতের এই স্থিতাবস্থা বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।