কলকাতা:  নিম্নমুখী পারদ। কলকাতা ১৭.৭। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দার্জিলিং কাঁপছে ৫ ডিগ্রিতে। শ্রীনিকেতনে তাপমাত্রা ১২.৯। উত্তর থেকে দক্ষিণ, নামছে পারদ।


বাতাসে শীতের আমেজ। আকাশ পরিষ্কার থাকায় রাতের দিকে নামছে তাপমাত্রা। ভোরের দিকে কুয়াশা না থাকায় টের পাওয়া যাচ্ছে ঠাণ্ডার আমেজ। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। আগামী কয়েকদিন এই হিমেল আমেজ বজায় থাকার পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। পারদ নামবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সব মিলিয়ে কয়েকদিন হাল্কা শীতের আমেজ বজায় থাকবে।

শীতের শুরুতেই জেলায় জেলায় নামছে পারদ। কলকাতার তাপমাত্রা যখন ১৭ দশমিক ৭ ডিগ্রি, তখন ঠাণ্ডায় কাঁপছে শ্রীনিকেতন। পারদ নেমেছে ১২ দশমিক ৯-এ। কনকনে ঠাণ্ডা পাহাড়েও। দার্জিলিং-এর তাপমাত্রা ৫ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। পাশাপাশি, জলপাইগুড়ি ও বাঁকুড়ায় তাপমাত্রা ১৫ দশমিক ৫। আগামী কয়েকদিন শীতের আমেজ এমনই থাকার সম্ভাবনা।