দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা: ‘রেড, হোয়াইট স্টার যাই হোক, অশান্তি পাকালে চুনকাম করে দেব’।ফের ভাঙড়ে গিয়ে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের। এদিন অনুগামীদের নিয়ে ফের ভাঙড়ে যান সব্যসাচী। তুললেন রাস্তা অবরোধ।এদিন বগডোবা দিয়ে ভাঙড়ে ঢোকেন রাজারহাটের তৃণমূল বিধায়ক। অন্যদিকে, শ্যামনগর দিয়ে ঢুকল বিশাল পুলিশ বাহিনী।
উল্লেখ্য, পাওয়ার গ্রিডের জন্য জমি নিয়ে গ্রামবাসীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। গত মঙ্গলবার বিকেলে সব্যসাচী দত্ত ভাঙড়ে ঢুকে রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়ে অবরোধ তুলে দেন। গতকাল অশান্তির আট দিন পর ভাঙড়ে ঢুকেছিল পুলিশ। কাটা রাস্তা নিজেরাই সারিয়েছিলেন গ্রামবাসীরা। খুলেছিল দোকানপাট। এরপরই গ্রেফতার করা হয় সিআইএমএল রেড স্টারের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরীকে। এদিন গ্রেফতার করা হয় সিপিআইএমএল রেডস্টারের আরও দুই সদস্যকে। শাহনওয়াজ মোল্লা ও প্রদীপ ঠাকুর নামে এই দুজনকে গ্রেফতার করে সিআইডি।
এরইমধ্যে এদিন ভাঙড়ে ফের উত্তেজনা ছড়ায়। হাড়োয়া রোডের ১৬টি জায়গায় অবরোধ হয়। গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা।
এরপর বিকেলে এখানে আসেন সব্যসাচী।
‘রেড স্টারকে হোয়াইট স্টার করে দেব’, অবরোধ তুলতে অনুগামীদের নিয়ে ফের ভাঙড়ে ঢুকে বললেন সব্যসাচী
ABP Ananda, web desk
Updated at:
26 Jan 2017 12:07 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -