মেষ

উচ্চ শিক্ষার খুব ভাল সুযোগ আসতে পারে। শরীরে কোনও আঘাতের সম্ভাবনা, সামাজিক কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। চাকরির দিকে উন্নতির সুযোগ।



বৃষ

ব্যবসার দিকে কোনও চাপ থেকে মুক্তি লাভ । আজ কোনও কারণে ঋণ বৃদ্ধি হতে পারে । দুপুরের পরে কাজে ব্যস্ত হতে হবে। আত্মীয়র জন্য সম্পত্তি লাভে বাধা।




মিথুন

অযথা অপমানিত হতে পারেন। ফাটকা কোনও ব্যবসায় ক্ষতি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা।




কর্কট

কাজে খুব ভাল সাফল্য পেতে পারেন। ব্যবসার দিকে লাভ বৃদ্ধি। খেলাধুলোয় জয় লাভ। খরচ অনেক বাড়তে পারে। বাড়তি কোনও চিন্তা আজ মাথা খারাপ করতে পারে।




সিংহ

মূল্যবান কোনও বস্তুর ক্ষতি হতে পারে। বেশি তর্ক না করা ভাল হবে। সংসারের কোনও কাজের জন্য অধিক অর্থ ব্যয়। শত্রুর হাত থেকে মুক্তির উপায় হতে পারে।




কন্যা

সকালের দিকে বাড়িতে আনন্দ সংবাদ আসতে পারে, মিথ্যা বদনাম হতে পারে। ব্যবসার দিকে বাড়তি কিছু লাভ হতে পারে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে।




তুলা

আশাভঙ্গ হতে পারে। নিজের মতে কিছু করার জন্য বাড়িতে বিবাদ। বন্ধুদের জন্য অর্থ ব্যয়। সন্তানকে কেন্দ্র করে বাড়িতে অশান্তি। জলপথে ভ্রমণ বিপদ বাড়াতে পারে।




বৃশ্চিক

রাজনীতির লোকেদের জন্য শুভ পরিবর্তন। কর্মস্থানে কোনও বিবাদের জন্য কর্ম বন্ধ। বাড়িতে ভ্রমণের আলোচনা। স্ত্রীর জন্য খরচ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা।




ধনু

উদাসীন মনোভাবের জন্য লোক সুযোগ নিতে পারে। প্রতিবেশীর কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। পথে ঘাটে আঘাত লাগতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি।




মকর

ব্যবসার দিকে মন্দা আসতে পারে। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ। বাড়িতে কাজের খরচ বাড়তে পারে। শরীরে কোনও কষ্ট বৃদ্ধি। মায়ের সঙ্গে রাগারাগি।




কুম্ভ

আগুন থেকে সাবধান থাকা দরকার। বন্ধুদের সঙ্গে আনন্দ নষ্ট হওয়ার মত কিছু ঘটতে পারে। সন্তানের জন্য গর্ব। স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। রক্তপাত থেকে সাবধান।




মীন

শরীরে কোনও কষ্ট কাজের ক্ষতি করতে পারে। রাজনীতির লোকেদের ভয় বাড়তে পারে। বাড়িতে কোনও আত্মীয়ের জন্য বিবাদ বাড়তে পারে। ব্যবসায় একটু চাপ বৃদ্ধি। জ্যোতিষ শ্রী জয়দেব