কলকাতা: অবশেষে ৪২ হাজার ৯৪৯টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ঘোষণা রাজ্যের। অগ্রাধিকার প্রশিক্ষিত প্রার্থীদের। প্রথম তালিকায় প্রায় ১২ হাজার প্রার্থীর নাম। রবিবারে মধ্যে শেষ হবে সম্পূর্ণ তালিকা প্রকাশ, জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
সিঙ্গুরের সভায় মুখ্যমন্ত্রীকে শিক্ষামন্ত্রী বলেছিলেন, স্কুল শিক্ষক পদে নিয়োগ হবে ৬০ হাজার শূন্য পদে। বর্তমানে সেই শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭২ হাজার। তার মধ্যে প্রাথমিকের শূন্যপদ ৪২ হাজার। মঙ্গলবার, প্রাথমিকের ৪১ হাজার ৬২৮টি শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। পরে অবশ্য পর্ষদ সভাপতি মৌখিকভাবে জানান, নিয়োগপত্র প্রাপকের সংখ্যা বেড়ে হবে ৪২ হাজার ৯৪৯ জন।
২০১৫ সালের অক্টোবরে নেওয়া হয় প্রাথমিক টেট। আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ২২ লক্ষ। পরীক্ষায় বসেন ১২ লক্ষ। ইন্টারভিউতে ডান পান প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রার্থী। পর্ষদ জানিয়েছে, ৪১ হাজার ৬২৮টি নিয়োগের মধ্যে অগ্রাধিকার পাবেন প্রশিক্ষিত প্রার্থীরা। তাঁদের সংখা প্রায় ১১ হাজার ৩০০। অর্থাত্‍ প্রাথমিকে চাকরি পাচ্ছেন ৩০ হাজার প্রশিক্ষণহীন সফল প্রার্থী।
পর্ষদ সূত্রে জানানো হয়েছে, রবিবারের মধ্যেই শেষ হবে নিয়োগের সম্পূর্ণ তালিকা প্রাকাশ। প্রথম ধাপে এদিন ১২ হাজার সফল পার্থীকে এসএমএস ও ইমেল করে নিয়োগের কথা জানানো শুরু হয়েছে। কিন্তু ওয়েবসাইটে ফল প্রকাশ নয় কেন, তার উত্তর মেলেনি পর্যদের কাছ থেকে।
পর্ষদ সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নিয়োগের কাউন্সেলিং। কাউন্সেলিং চলবে চারটি জায়গায়। দক্ষিণ ২৪ পরগনার হেস্টিংস হাউস, বর্ধমানের টাউন স্কুল, মালদার বার্নো হাইস্কুল এবং সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সমসদ কার্যালয়ে।
এখনও উচ্চ প্রাথমিক, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ --- তিনটি ক্ষেত্রের নিয়োগ প্রক্রিয়া বাকি। সেই ঘোষণা কবে, তা এখনও জানায়নি স্কুল সার্ভিস কমিশন।