সৌরভ বন্দ্যোপাধ্যায়, পান্ডুয়া: ভুল চিকিৎসার অভিযোগ উঠল হাতুরে ডাক্তারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, পান্ডুয়ার বোস পাড়ায়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পান্ডুয়া বোসপাড়ার গত ছয়মাস ধরে চেম্বার করছিলেন মনোজ পালিত নামে ওই ব্যক্তি। গত বৃহস্পতিবার বোসপাড়ার এক বাসিন্দা মকলেসান বিবি দাঁতের যন্ত্রণাসহ বেশ কিছু সমস্যা নিয়ে চিকিৎসকের চেম্বারে যান। 


রোগী জানিয়েছেন, ওই চিকিৎসক তাঁকে বেশ কিছু ওষুধও লিখে দেন। যে ওষুধ কিনতে সবমিএকশ সত্তর টাকা খরচও হয় ওই রোগী। তবে এরপরই বিপত্তি বাঁধে। রাতে ওই ওষুধ খাওয়ার পরই পেটের যন্ত্রণা শুরু হয় মকলেসান বিবির। গভীর রাতে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


সকালে কিছুটা সুস্থ হলে তাঁকেবাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। এর পর এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় বোসপারায়। অভিযুক্ত ওই চিকিৎসকের চেম্বারে জড়ো হন গ্রামবাসীরা। বেশ খানিক্ষণ বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এমনকি ওই ডাক্তারকে মারধর করতেও উদ্যত হন বিক্ষোভকারীরা।


তবে গ্রামেরই কয়েকজন বিক্ষোভকারীদের আটকান। খবর দেওয়া হয় পুলিশে। পান্ডুয়া থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত মনোজ পালিতকে আটক করে। রোগীর স্বামী আওফার আলি বিশ্বাস জানিয়েছেন, 'স্ত্রীকে যে ওষুধ দিয়েছিল সেটা মেয়াদ উত্তীর্ণ। ভুল চিকিৎসার কারণে আমার স্ত্রীর মৃত্যু হতে পারত। আমরা অভিযুক্ত চিকিৎসকের শাস্তি চাই।