রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে ‘গণধর্ষণ’, বান্ধবীরও ‘শ্লীলতাহানি’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Dec 2017 05:27 PM (IST)
পশ্চিম মেদিনীপুর: ভর সন্ধেয় গৃহবধূকে ‘গণধর্ষণ’ তাঁর বান্ধবীরও ‘শ্লীলতাহানি’ করা হয়েছে।এমনই অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,বৃহস্পতিবার সন্ধেয় হাট থেকে ফিরছিলেন নারায়ণগড়ের বছর ছাব্বিশের এক গৃহবধূ এবং তাঁর বান্ধবী। অভিযোগ, কদমপুর গ্রামের কাছে তাঁদের ঘিরে ধরে আট-দশ জন যুবক। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার মেয়ে, ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। রেহাই পাননি তাঁর বান্ধবীও। অভিযোগ, বছর কুড়ির ওই তরুণীর শ্লীলতাহানি করা হয়। বৃহস্পতিবার রাতে নারায়ণগড় থানায় অভিযোগ দায়ের করা হয়। রাতেই মেডিক্যাল টেস্ট করানো হয় দুই অভিযোগকারিণীর। শুক্রবার সকালে, মেদিনীপুর আদালতে তাঁরা গোপন জবানবন্দি দেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে এক যুবককে চিহ্নিত করা গিয়েছে। নাম সুবল টুডু। পাশের গ্রামের বাসিন্দা তবে, অভিযুক্তদের কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।