কলকাতা:  নিম্নচাপের জেরে আগামীকালও হতে পারে বৃষ্টি। শনিবার থেকে ধীরে ধীরে উন্নতি হতে পারে আবহাওয়ার। বৃষ্টি কমলে নামতে পারে পারদ। অনুমান আবহবিদদের। পূর্বাভাস থাকলেও বৃহস্পতিবার সেভাবে দেখা মেলেনি বৃষ্টির। দিনভর ছিল মেঘলা আকাশ।


এখনও অব্যাহত নিম্নচাপের চোখ রাঙানি। কলকাতায় বৃষ্টি না হলেও সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কয়েকটি জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে এখনও অবস্থান করছে নিম্নচাপ। মঙ্গলবারের মতো এখনও শক্তিশালী। যার ফলে রাজ্যের একাধিক জেলায় আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও হয়েছে বৃষ্টি।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে।

শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে পারদও কিছুটা নামবে বলে অনুমান আবহবিদদের। তবে বাড়বে মশা বাহিত বিভিন্ন রোগের সংক্রমণ।