কলকাতা: শহরে এবার কোভিশিল্ডের আকাল। পুরসভার কোনও স্বাস্থ্যকেন্দ্র থেকে আজ দেওয়া হয়নি কোভিশিল্ড। জরুরি ভিত্তিতে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয় পুরসভার তরফে। আজ সকালে উল্টোডাঙার মুরারিপুকুরে দেখা যায়, পুরসভার স্বাস্থ্যকেন্দ্র বন্ধ। আজ কোভিশিল্ড দেওয়া হবে না বলে পুরসভার তরফে যে নোটিস দেওয়া হয়েছে, সেই নোটিস দেখে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। ভ্যাকসিনের জন্য পুর কেন্দ্রে এসে হয়রান হন অনেকেই। কবে থেকে স্বাভাবিক হবে পরিষেবা? অন্ধকারে কলকাতা পুরসভা।


কলকাতায় কাটছে না ভ্যাকসিনের টানাটানি। কিছু দিন আগে জোগানের সমস্যা কারণে, কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজে অগ্রাধিকার দেয় পুরসভা। এবার কোভিশল্ড না আসায়, পুর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গোটা দিন বন্ধ থাকল ভ্যাকসিনেশন। শুক্রবার সবমিলিয়ে পুরসভার ১০২ টি স্বাস্থ্যকেন্দ্রে এবং ৫০ টি মেগাসেন্টারে দেওয়া হয়নি কোভিশিল্ড। সে কথা একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এও জানানো হয়, শুক্রবার কেবলমাত্র যে ৪০টি কেন্দ্রে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে তা নিয়মমাফিকই দেওয়া হবে। 



রাজ্যে কোভিশিল্ডের জোগান নেই, তাই টিকাকরণ বন্ধ, স্টার থিয়েটারে দেওয়া হচ্ছে না ভ্যাকসিন, মুরারীপুকুরের কেন্দ্রেও নেই সরবরাহ। এদিন অনেকেরই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। ভ্যাকসিন না পাওয়ায় বাড়ছে উদ্বেগ। এক ভ্যাকসিন গ্রহীতারা জানাচ্ছেন, ৮৪ দিন পেরিয়ে গিয়েছে, ঘুরছি বললে দেওয়া হবে না। অন্যদিকে মুরারীপুকুরের আরেক বাসিন্দা বলছেন, ছেলের জন্য এসেছিলাম, বলেছে আজ ভ্যাকসিন হবে না। মুরারীপুকুরের এই ভ্যাকসিন সেন্টারে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার সমস্ত টিকাকরণ বন্ধ থাকবে। 


এ দিকে হাজরা রোডের পুর কেন্দ্রেও দেওয়া হচ্ছে না ভ্যাকসিন। সেখানে ভ্যাকসিন নিতে গিয়ে এক গ্রহিতা জানিয়েছেন, এখানে এসে জানতে পারলাম দেওয়া হবে না, ৩ জায়গায় ঘুরে এখানে এলাম। 


কলকাত পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, 'আমাদের হাতে ভ্যাকসিন নেই, আগামিকাল পাব কিনা জানি না, যতদূর শুনেছি ৭ বা ৮ অগাস্ট পর্যন্ত টিকা পাওয়া সম্ভব নয়।' রাজ্য সরকারের অভিযোগ কেন্দ্রে ঠিকমতো ভ্যাকসিন পাঠাচ্ছে না। আর সেই কারণেই টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। গতকালই পুরসভার তরফে একটি নোটিফিকেশন জারি করা হয় এ বিষয়ে। কোভিশিল্ডের জোগানে ঘাটতি নিয়ে বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। 


উল্লেখ্য, এই প্রথমবার কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ থাকল কোভিশিল্ডের ভ্যাকসিন। কবে ফের পুর স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে কোভিশিল্ডের ডোজ? অন্ধকারে কর্তৃপক্ষ।