ক্যানিং ও রানিগঞ্জ: শীতের ভোরে দুই জেলায় ঘটে গেল তিন দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ১ জনের, আহত ৩। রবিবার পারদ আরও নামলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শুরুতেই ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা।


রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট। যার জেরে সাতসকালে দুই জেলায় ঘটল তিন দুর্ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার তালদির শিরিষতলা, তালদিরই রাজাপুর এবং পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে ঘটে দুর্ঘটনা। মৃত্যুও হয়েছে একজনের।

স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরে মোটরভ্যানে চড়ে ট্রেন ধরতে যাচ্ছিলেন বছর বাইশের এক নার্স। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-বারুইপুর রোডের তালদি শিরিষতলা মোড়ে স্টোনচিপস বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত হন মোটরভ্যানের যাত্রী আরও এক মহিলা। পাশাপাশি, তালদির রাজাপুরের কাছে নয়ানজুলিতে পড়ে যায় একটি সিমেন্ট বোঝাই লরি। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে ২ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় তেলের খালি ট্যাঙ্কার। আহত হন চালক ও খালাসি। তিনটি ক্ষেত্রেই কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের।

আজ কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় কলকাতা বিমানবন্দরে দেরিতে ওঠানামা করে বিমান। রাজ্যজুড়ে এদিন যেমন ছিল কুয়াশার চাদর, তেমনি রবিবাসরীয় সকালে আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার পাশাপাশি জেলাতেও জারি রয়েছে শীতের জোরাল ব্যাটিং। তবে শীতের এই সুখ দীর্ঘস্থায়ী হবে না বলেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। আবহবিদরা জানিয়েছেন, আগামীকাল থেকে ফের পারদ উঠতে শুরু করবে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

চলতি বছর আবহাওয়ার খামখেয়ালিপনায় হাড়কাঁপানো ঠান্ডার এখনও দেখা মেলেনি। মাঝের কয়েকটি দিন পারদ নামলেও তা স্থায়ী হয়নি। তবে শনিবারের পর রবিবারও জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়। সঙ্গে কুয়াশার দাপট। ভোরের দিকে গতকালের মতোই শহরের বিভিন্ন এলাকায় কুয়াশার জেরে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে।

গত বছরের শেষের কয়েকটা দিন এবং চলতি বছরের শুরুতে কিছুদিন শীতের আমেজ চলেছিল কলকাতা ও রাজ্যজুড়ে। মাঝে ফের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। শীত যখন বিদায় নিতে চলেছে বলে  অনেকেরই ধারণা হয়েছিল। কিন্তু তারপরই উত্তুরে হাওয়ার হাত ধরে ফের ফিরেছে শীতের আমেজ। তবে তা বেশিদিন স্থায়ী হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।