সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতায় ফের তাপমাত্রার পারদ নামল। আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও থাকবে জাঁকিয়ে শীতের আমেজ।  তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা।

লেপ-কম্বল-চাদরে হাতড়াচ্ছে শহর। সপ্তাহ শেষে শীতের দাপুটে ব্যাটিংয়ে মাঘের মৌতাত। এখনও কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা। একই অবস্থা জেলাজুড়েও। আরও নেমেছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাধাহীন উত্তুরে হাওয়ার জেরে রবিবারও বজায় থাকবে শীতের আমেজ।

তবে শীতের এই সুখ ক্ষণস্থায়ী হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে ফের পারদ উঠতে শুরু করবে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

চলতি বছর আবহাওয়ার খামখেয়ালিপনায় হাড়কাঁপানো ঠান্ডার এখনও দেখা মেলেনি। মাঝের কয়েকটি দিন পারদ নামলেও তা স্থায়ী হয়নি। তবে উইকেন্ডে আজ, শনিবার জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়। সঙ্গে কুয়াশার দাপট। ভোরের দিকে শহরের বিভিন্ন এলাকায় কুয়াশার জেরে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে।

আগামী ২৪ ঘণ্টা একই পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এদিন জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে ছিল বাঁকুড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমে।

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকালই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে আগামী ৪৮ ঘন্টা। এর আগে,  বৃহস্পতিবার কলকাতায় এক ধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াস নামে সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল বুধবারের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, আগামী ৪৮ ঘণ্টা এমনই থাকবে আবহাওয়া। শুক্রবার থেকে ফের পারদ নামার সম্ভাবনা। অর্থাত্‍, আবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে শুক্রবার থেকে। কিন্তু, একদিন আগে থেকেই পারদ নামতে শুরু করে দেয়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত সপ্তাহের শেষ পর্যন্ত এই রকমই জাঁকিয়ে ঠান্ডা থাকবে। তবে আগামী সপ্তাহের শুরুতে ফের পারদ ওঠার সম্ভাবনা।

কেন আবহাওয়ার এই খামখেয়ালি আচরণ? তারও উত্তরে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম হাওয়া দুর্বল হওয়ায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে দাপট দেখাবে দক্ষিণ-পশ্চিম পূবালি হাওয়া। সেই কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাবে।