কলকাতা: ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এবছরই প্রথম সুন্দরবনে হতে চলেছে বাঘ সুমারি। মার্চ মাস থেকে শুরু হবে গণনার কাজ।


সুমারির জন্য ইতিমধ্যেই সজনেখালির ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে হয়ে গিয়েছে কর্মশালা। এবারও ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে গোনা হবে বাঘের সংখ্যা। বিশাল এই ম্যানগ্রোভ অরণ্যের ৬০ শতাংশ বাংলাদেশে রয়েছে। কিন্তু জঙ্গল এলাকায় দুই দেশের মধ্যে কোনও নির্দিষ্ট সীমারেখা না থাকায় বাঘের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছিল। সেই সমস্যা মেটাতে এবার একসঙ্গে বাঘ সুমারি শুরু করেছে দুই দেশ। অক্টোবর মাস পর্যন্ত চলবে এই গণনার কাজ।

রাজ্য সরকারের হিসাব অনুযায়ী ভারতে আনুমানিক ১০৩টি বাঘ রয়েছে।