দক্ষিণ ২৪ পরগনা: একদিকে অসমে যখন বাঘের মুখ থেকে প্রাণ হাতে করে ফিরে এলেন দুই ব্যক্তি, অন্যদিকে বাঘের পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক এরাজ্যে।
দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। আর এতেই আতঙ্কিত স্থানীয়রা। গ্রামে বাঘ ঢুকেছে বলে দাবি স্থানীয়দের।
গ্রামবাসীদের দাবি, বুধবার সকালে নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান তাঁরা। পূর্ব দেবীপুর ঘোষের চক গ্রামে পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের।
লাগোয়া মনি নদী পার হয়ে বাঘ গ্রামে ঢুকেছে বলে নিশ্চিত স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, বাঘ ধান ক্ষেতের মধ্যে রয়েছে। খবর দেওয়া হয়েছে মৈপীঠ থানা ও বনদফতরকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মৈপীঠ কোস্টাল থানা ও বন দফতরের কর্মীরা।
গ্রামে বাঘ ঢোকার আশঙ্কা অবশ্য উড়িয়ে দিচ্ছে না বন দফতর। বন দফতরের দাবি, আগেও নদী পেরিয়ে এই গ্রামে বাঘ ঢুকেছে। এবারও রয়্যাল বেঙ্গল ঢুকে থাকতে পারে।
তবে, সে নদী পেরিয়ে জঙ্গলে ঢুকে গিয়েছে বলে অনুমান। এলাকায় নজরদারি চালাচ্ছে বন দফতর। এদিক, বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের।
অন্য়দিকে অসমে একেবারে বাঘের মুখ থেকে ফিরে এলেন দুই ব্য়ক্তি। ঘটনা অসমের তেজপুরের নাপাম এলাকার। তেজপুর বিশ্ববিদ্যালয়ের কাছে আচমকাই হানা দেয় একটি বাঘ।
প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দুই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। প্রাণ রক্ষার জন্য় লড়াই করে দুই ব্যক্তি। শেষমেষ বেঁচে ফিরেছেন তাঁরা। বাঘটি তাঁদের ছেড়ে ঢুকে পড়ে জঙ্গলে। আহত দু’ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।