কলকাতা:  বাংলায় ডেঙ্গিতে মৃত্যুর তথ্য দিতে গুজরাতের উদাহরণ টানলেন মমতা। ল্যাবের বিরুদ্ধে ভুল রিপোর্ট দিয়ে বিভ্রান্তির অভিযোগ। তথ্য চাপার চেষ্টা সরকারের, পাল্টা বিজেপি।


ডেঙ্গি নিয়েও পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি চাপানউতোর।

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এ বছরও এরাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বিরোধীদের দাবি, রাজ্য জুড়ে থাবা বসিয়েছে ডেঙ্গি। বহু মানুষ আক্রান্ত। কিন্তু, মুখ্যমন্ত্রী এ কথা মানতে রাজি নন।

বৃহস্পতিবার, নবান্নে ডেঙ্গি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী দাবি করেন, ডেঙ্গি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে কিছু প্রাইভেট ল্যাব। রিপোর্টে ডেঙ্গি না পাওয়া গেলেও ব্যবসায়িক কারণে মুখে বলে দিচ্ছে ডেঙ্গি। বলছে, দেগঙ্গা, হাবড়া ইত্যাদি জায়গায় ডেঙ্গি হয়েছে। দেখা যাচ্ছে অনেক সময়ই এগুলি ভুল। দেগঙ্গায় ডেঙ্গি পাওয়া যায়নি। হাবড়ায় একজনের ডেঙ্গি পাওয়া গিয়েছে। ডেঙ্গিতে জনা ২৪-এর মৃত্যু হয়েছে। তবে ডেঙ্গি নিয়ে আতঙ্কের কিছু নেই। যা মানতে রাজি নয় বিরোধীরা।

বিজেপির দাবি, ডেঙ্গি তথ্য লুকোচ্ছে রাজ্য সরকার। ডেঙ্গি হলেও স্বীকার করছে না। জেলাশাসকদের বকাঝকে করে মুখ্যমন্ত্রী বলছেন, কেন ডেঙ্গি বলা হচ্ছে।

ডেঙ্গি নিয়ে বলতে গিয়ে এ দিন গুজরাত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী, বলেন ওই রাজ্য গুলির তুলনায় এখানে ডেঙ্গুর দাপট অনেক কম। মুখ্যমন্ত্রী যে সব রাজ্যের কথা বললেন, সে সবই বিজেপি শাসিত। এ নিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি রাজ্য বিজেপি নেতৃত্ব।

সব মিলিয়ে রাজ্য রাজনীতেও ডেঙ্গি থাবা।