কলকাতা: নিজেদের একজনও জনপ্রতিনিধি ছিল না। কিন্তু, ফের এই অবস্থায় মুর্শিদাবাদের আরও একটি পুরসভা দখল করল তৃণমূল। এবার বেলডাঙা।
বেলডাঙা পুরসভায় মোট কাউন্সিলর সংখ্যা ১৪।কংগ্রেসের ৯জন কাউন্সিলর ছিল। এরমধ্যে ৬জন বুধবার তৃণমূলে যোগ দেন।আরএসপির একজন কাউন্সিলর যোগ দেন তৃণমূলে।ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হল ৭।
অন্যদিকে দলত্যাগের পর কংগ্রেসের কাউন্সিলর দাঁড়াল ৩।বিজেপির তিনজন কাউন্সিলর আছেন।সিপিএমের একজন কাউন্সিলর।
অর্থাৎ ১৪জনের মধ্যে এখন তৃণমূলের ৭ জন, বিরোধীদের সম্মিলিত ৭জন কাউন্সিলর রয়েছেন।
কিন্তু, বিরোধীরা একজোট হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তাদের দলে যোগ দেওয়ায় আশাবাদী তৃণমূলের বক্তব্য, বিরোধী সম্মিলিত হলেও তারা পরিস্থিতির মোকাবিলা করে নেবে।
অধীর চৌধুরীর জেলায় ফের ভাঙন ধরিয়ে হুঙ্কারের সুর শুভেন্দুর গলায়।বলেছেন, মুর্শিদাবাদ ও মালদায় কংগ্রেস বলে কিছু থাকবে না।
বেলডাঙা থেকে কংগ্রেসের জেলা পরিষদের এক সদস্যও এদিন তৃণমূলে যোগ দেন। এর আগে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা এবং জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিও একইভাবে দখল করেছে তৃণমূল।
এবার বেলডাঙা পুরসভাও ‘দখল’ তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2016 04:28 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -