মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার পর জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিও তৃণমূলে দখলে।
জিয়াগঞ্জ পুরসভার দীর্ঘদিন ধরেই বামেদের দখলে ছিল। তৃণমূলের কোনও সদস্যই ছিল না।
২৪ আসনের এই পঞ্চায়েত সমিতিতে বামেদের ১৬ জন ও কংগ্রেসের ৮ জন সদস্য ছিলেন।
কিন্তু, গত কয়েক মাসে দফায় দফায় বাম ও কংগ্রেসের ঘরে ভাঙন ধরিয়ে শেষপর্যন্ত পঞ্চায়েত সমিতি দখলই করে নিল তৃণমূল। এরআগে কংগ্রেস থেকে চারজন ও বামফ্রন্ট থেকে সাতজন যোগ দিয়েছিলেন শাসকদলে। মঙ্গলবার ‘জার্সি বদল’ করলেন কংগ্রেস তিন জন ও বামফ্রন্টের আরও দু’জন সদস্য।
ফলে এখন সংখ্যা বিচারে জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য ১৬ জন, বামেদের সদস্য ৭ জন ও কংগ্রেসের সদস্য ১ জন।
এদিকে জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি হাতছাড়া হওয়ায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেন সিপিএম মুর্শিদাবাদের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য। তাঁর দাবি, ভোটে না জিতেও নানা জায়গা বিরোধীশূন্য করার চেষ্টা করছে তৃণমূল।
ফের বিরোধী শিবিরে ভাঙন, জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিও তৃণমূলের দখলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Aug 2016 04:32 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -