মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার পর জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিও তৃণমূলে দখলে।


জিয়াগঞ্জ পুরসভার দীর্ঘদিন ধরেই বামেদের দখলে ছিল। তৃণমূলের কোনও সদস্যই ছিল না।

২৪ আসনের এই পঞ্চায়েত সমিতিতে বামেদের ১৬ জন ও কংগ্রেসের ৮ জন সদস্য ছিলেন।

কিন্তু, গত কয়েক মাসে দফায় দফায় বাম ও কংগ্রেসের ঘরে ভাঙন ধরিয়ে শেষপর্যন্ত পঞ্চায়েত সমিতি দখলই করে নিল তৃণমূল।  এরআগে কংগ্রেস থেকে চারজন ও বামফ্রন্ট থেকে সাতজন যোগ দিয়েছিলেন শাসকদলে।  মঙ্গলবার ‘জার্সি বদল’ করলেন কংগ্রেস তিন জন ও বামফ্রন্টের আরও দু’জন সদস্য।

ফলে এখন সংখ্যা বিচারে জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য ১৬ জন, বামেদের সদস্য ৭ জন ও কংগ্রেসের সদস্য ১ জন।

এদিকে জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি হাতছাড়া হওয়ায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেন সিপিএম মুর্শিদাবাদের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য। তাঁর দাবি, ভোটে না জিতেও নানা জায়গা বিরোধীশূন্য করার চেষ্টা করছে তৃণমূল।