বাসন্তী: এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। আহত উভয়পক্ষের ৮ জন। ঘটনায় গ্রেফতার ৪।
সোমবার রাতে কলতলা মোড়ে যুব তৃণমূল ব্লক সভাপতি আমানুল্লা লস্করের অনুগামীদের সঙ্গে তৃণমূল ব্লক সভাপতি আব্দুল মান্নান গাজির অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে। আহত হন উভয়পক্ষের ৮ জন। ২ দিন আগে আমানুল্লা লস্কর যুব তৃণমূলের সভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই তাঁর অনুগামীদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের পাল্টা দাবি, তাঁদের উপরেই হামলা চালায় যুব তৃণমূল সভাপতির অনুগামীরা। দু'পক্ষই বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে।
এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত বাসন্তী, গ্রেফতার ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jan 2017 10:44 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -