রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : রাজ্য ভাগ বিতর্কের মধ্যেই নতুন অভিযোগে বিদ্ধ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বানারহাটে সরকারি খাস জমি দখল করে মার্কেট কমপ্লেক্স তৈরি করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে তদন্তের দাবি জানাল তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। আর যা নিয়ে নতুন করে সরগরম উত্তরবঙ্গের রাজনীতি।
জলপাইগুড়ির বানারহাটের চামুর্চি রোড লাগোয়া এই নির্মীয়মান মার্কেট কমপ্লেক্স ঘিরেই বিতর্ক। তৃণমূলের অভিযোগ, সরকারি জমি দখল করে মার্কেট কমপ্লেক্স তৈরি করিয়েছেন জন বার্লা। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেছেন, 'চামুর্চি মোড় এলাকায় জন বার্লা একটি মার্কেটে কমপ্লেক্স বানিয়েছেন। খবর নিয়ে দেখেছি এটা সরকারি জমি। এই জমির মালিক জেলাশাসক। আমরা গিয়ে জেলাশাসককে জমির ব্যাপারটা খতিয়ে দেখতে অনুরোধ করেছি। যদি অবৈধ প্রমাণ হয় তাহলে এটাকে বন্ধ করার দরকার আছে। সরকারি জমির ওপর কোনও মানুষ প্রপার্টি বানিয়ে বিক্রি করতে পারেন না। তদন্তের দাবি জানাচ্ছি।'
এবিষয়ে জন বার্লার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি শিবির। জলপাইগুড়ি জেলার বিজেপি সহ সভাপতি অলোক চক্রবর্তী বলেছেন, 'তৃণমূলের যে পার্টি অফিসগুলো সরকারি জমি দখল করে রয়েছে তার বিরুদ্ধে কোনও কমপ্লেন হয়েছে কি? যেখানে এটা হয়েছে সেটা সেন্ট্রালের জায়গা, সেখানে ভুটান সরকার কেন্দ্রীয় সরকারের চুক্তিতে রাস্তা হয়েছে। সেখানে এটা হয়েছে। সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্যে কেন্দ্র বার্লার ওপর দায়িত্বভার তুলে দিয়েছে। তাই আজ তাকে বদনাম করার চেষ্টা। যেহেতু উত্তরবঙ্গ থেকে দুজন প্রতিমন্ত্রী হয়েছেন সেকারণে তৃণমূল এখন জুজু দেখছে।'
গোটা ঘটনায় তৃণমূল ও বিজেপিকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছে বাম শিবির। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, 'এখানে একটা লোকের ব্যাপার নাকি, কেন্দ্রের মন্ত্রিসভা দেখুন রাজ্যের মন্ত্রিসভা দেখুন এদের কজনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, আর কিভাবে টাকা মেরেছে দুর্নীতি করেছে কে কোথায় জমি দখল করেছে সেখানে বাজার বানাচ্ছে বাড়ি বানাচ্ছে এসব তো আছেই।' সবমিলিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সরকারি খাস জমি দখলের অভিযোগ ঘিরে চড়ছে ডুয়ার্সের রাজনীতির পারদ।