কলকাতা: নির্বাচনের আগে পাখির চোখ মহিলা ভোটার তাই এবার নতুন স্লোগান আনল তৃণমূল। ‘উঠেছে আওয়াজ বঙ্গে, মহিলারা দিদির সঙ্গে’। এই স্লোগান নিয়েই ১২ তারিখ মাঠে নামছে তৃণমূলের বঙ্গজননী বাহিনী। হাওড়া জেলায় হবে বঙ্গজননী বাহিনীর প্রথম সম্মেলন। তারপর হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায় হবে সভা। মহিলাদের সশক্তিকরণে মমতা বন্দোপাধ্যায়ের ভূমিকা নিয়ে চালানো হবে প্রচার।
২০১৯ সালের জুন মাসের শুরুতেই ‘বঙ্গ জননী’ নামে আর একটি সংগঠন তৈরি। যার মাথায় বসানো হয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। তৃণমূলের ব্যাখ্যা, ‘বঙ্গ জননী’ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, এটি কাজ করবে সমাজের সব স্তরের মানুষের মধ্যে। গ্রামে গ্রামে ঘিরে জনসংযোগের কাজের করার জন্যই তৈরি এই কমিটি।
TMC New Slogan: ‘উঠেছে আওয়াজ বঙ্গে, মহিলারা দিদির সঙ্গে’, নতুন স্লোগান নিয়ে মাঠে নামছে তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2020 12:42 PM (IST)
এবার নতুন স্লোগান আনল তৃণমূল। ‘উঠেছে আওয়াজ বঙ্গে, মহিলারা দিদির সঙ্গে’। এই স্লোগান নিয়েই ১২ তারিখ মাঠে নামছে তৃণমূলের বঙ্গজননী বাহিনী।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -