কলকাতা :  রাজ্যসভার আসনে তৃণমূল কংগ্রসের প্রার্থী হচ্ছেন  লুইজিনহো ফালেইরো। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ২৯ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।  
মঙ্গলবার রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেবেন ফালেইরো। ‘দেশের জন্য ফালেইরোর অবদানকে স্বীকৃতি দেবে মানুষ, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী', ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের।



উল্লেখ্য, গত  সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো। তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্বেও রয়েছেন ফালেইরো।


উল্লেখ্য, রাজ্য বিধানসভা ভোটে বিপুল সাফল্যের পর এবার পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা ও দক্ষিণ ভারতের রাজ্য গোয়াতে সংগঠন বিস্তারে নজর দিয়েছে তৃণমূল। ত্রিপুরায়  দলের সংগঠন প্রসারে জন্য এর আগে প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। এবার  গোয়ার বিধানসভা নির্বাচনের আগে ওই রাজ্যে দলের ভিত্তি মজবুত করতে ফালেইরোকে রাজ্যসভা আসনে মনোয়ন দেওয়ার সিদ্ধান্ত তৃণমূল নিল বলে মনে করা হচ্ছে। ফালেইরো গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তো বটেই। সেইসঙ্গে তিনি সাতবার বিধায়ক হিসেবেও নির্বাচিত হয়েছেন।  সুস্মিতা দেব ও ফালেইরো উভয়েই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন।


তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসেই গোয়া সফরে গিয়েছিলেন। সেখানে তিনি বেশ কয়েকটি কর্মসূচীতে যোগ দিয়েছেন। ওই কর্মসূচীগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতাদের সঙ্গেই দেখা গিয়েছিলে ফালেইরোকে।


আগামী বছরের গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। গোয়ায় দলের এই অভিযানের নাম তৃণমূল দিয়েছে, গোয়েঞ্চি নভি সকাল (গোয়ায় নতুন ভোর)। ডেরেক ও ব্রায়ান, বাবুল সুপ্রিয় ও সৌগত রায়ের মতো নেতারাও এর আগে গোয়া সফর করেছেন। লক্ষ্য একটাই- দক্ষিণের এই রাজ্যে সংগঠন গড়ে তোলা। সম্প্রতি  টেনিস তারকা লিয়েন্ডার পেজও তৃণমূলে যোগ দিয়েছেন।


তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের নাফিসা আলিও। কলকাতায় জন্ম নাফিসার। জাতীয় দলের প্রাক্তন সাঁতারু নাফিসা মডেলিং ও অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৪-এর লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন নাফিসা আলি। ২০০৯-এ সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের লখনউ থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান নাফিসা। পরে ফিরে আসেন কংগ্রেসে।