নয়াদিল্লি: দার্জিলিঙের আঁচ এবার দিল্লিতেও! মোর্চাকে নিশানা করে পাহাড়ে যেদিন তৃণমূল কংগ্রেস মিছিল করল, সেদিন দিল্লিতে পাল্টা বিক্ষোভ দেখাল গোর্খা জনমুক্তি মোর্চা। শনিবার পৌনে বারোটা নাগাদ চকবাজার থেকে মিছিল বের করেন শ’পাঁচেক তৃণমূল সমর্থক।


পাহাড়কে অশান্ত করতে চাইছে মোর্চা, এই অভিযোগ তুলে বিমল গুরুংয়ের গ্রেফতারের পাশাপাশি মদন তামাংয়ের হত্যাকারীদের শাস্তিরও দাবি ওঠে মিছিল থেকে। মিছিলে সামিল এক তৃণমূল নেতা বলেন, ৮ জুন মোর্চা হামলা করেছিল। ট্যুরিস্ট সিজনেও চাইছে অশান্তি হোক। আমরা চাই গুরুঙ্গকে গ্রেফতার করা হোক। নাহলে অশান্তি হবে। ট্যাক্সি স্ট্যান্ড, ম্যাল ঘুরে ভানুভবনের সামনে দিয়েও মিছিল নিয়ে যায় পাহাড়ের তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে ভানুভবনেই নিজের বাহিনীকে নিয়ে ঘাঁটি গেড়ে বসে ছিলেন বিমল গুরুং।

তবে বসে নেই মোর্চাও। তারা প্রতিবাদ ছড়িয়ে দিয়েছে রাজ্যের বাইরেও। এদিন দুপুরে দলীয় পতাকা নিয়ে আচমকাই রাজধানীর বঙ্গভবনের সামনে চলে আসেন জনা পঁচিশেক মোর্চা সমর্থক। গোর্খাল্যান্ড, স্কুলের ভাষা-সহ একাধিক ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা।

বিক্ষোভ চলাকালীন হেলি রোডের ব্যারিকেড টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন মোর্চা সমর্থকরা। কিন্তু দিল্লি পুলিশের তৎপরতায় তাদের সেই চেষ্টা সফল হয়নি। ‍শেষে ৫ মোর্চা প্রতিনিধিকে বঙ্গভবনের ভিতরে নিয়ে যায় পুলিশ। পাহাড় ইস্যুতে এক সরকারি প্রতিনিধির হাতে স্মারকলিপি তুলে দেয় মোর্চা।