মালদা: মাটির বাড়ির বদলে যদি একটা পাকা বাড়ি হত! দু’চোখে সেই স্বপ্ন নিয়ে বাংলা আবাস যোজনায় আবেদন করেছেন গ্রামবাসীরা। কিন্তু সরকারি সেই বাড়ি পাওয়া নিয়েই এখন ঘোর অনিশ্চয়তা। গ্রামবাসীদের অভিযোগ, বাড়ির বিনিময়ে কাটমানি দাবি করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও এক সদস্য। বিতর্কে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ পঞ্চায়েত।
গ্রামবাসীদের দাবি, বাংলা আবাস যোজনার প্রাথমিক তালিকায় নাম রয়েছে ১ হাজার ২৩৬ জনের। সবার নাম চূড়ান্ত তালিকায় তুলতে ও আধার সংযুক্তিকরণের জন্য মোটা অঙ্কের কাটমানি চাওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রধান পুষ্প রবিদাস ও একরামুল হক নামে তৃণমূলের এক সদস্য এই টাকা চেয়েছেন।
বিষয়টি জানিয়ে জেলাশাসক ও বিডিওকে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। প্রধানের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও টাকা চাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য।
কাটমানি বিতর্ক সামনে আসতেই শুরু হয়েছে তরজা। এ বিষয়ে মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
বাংলা আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পরিচালিত মালদার রশিদাবাদ পঞ্চায়েত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Sep 2020 07:59 PM (IST)
কাটমানি বিতর্ক সামনে আসতেই শুরু হয়েছে তরজা।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -