সুজিত মণ্ডল, রানাঘাট: রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। করোনা পরিস্থিতিতে কবে উপনির্বাচন হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। পুরভোটও কবে হবে, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তার আগেই নদিয়ার রানাঘাটে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। রানাঘাট পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল দখল কর্মসূচি। ২০টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডেই দেওয়াল দখলের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক সহ নেতারা সোমবার সকাল থেকেই তৎপর হয়ে পড়েছেন। রানাঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অধিকাংশ দেওয়ালই দখল নেওয়ার কাজ শুরু করেছেন ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সহ তাঁর অনুগামীরা। তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী পৌরসভা নির্বাচনে তাঁরাই বোর্ড গঠন করবেনন এবং সেই কারণে বিরোধীদের এক ইঞ্চিও জায়গা ছাড়বেন না। তাই আগেভাগেই দেওয়াল দখলের কাজ শুরু করেছেন। যদিও অগ্রিম দেওয়াল দখল করা প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
রাজ্যে দ্রুত উপনির্বাচন করার দাবিতে গত সপ্তাহেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন এখনও কিছুই জানায়নি। এরইমধ্যে উত্তাপ বাড়ছে পুরভোট নিয়ে।
ভোটের দিন ঘোষণার আগেই দেওয়াল দখল প্রসঙ্গে রানাঘাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ও স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর অধিকারী বলেছেন, ‘মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন আগামী সেপ্টেম্বরে রাজ্যে উপনির্বাচন হবে। আমাদের আশা একই সঙ্গে হয়তো পুর নির্বাচনও হবে। সেই কারণে আগেভাগে দেওয়াল দেখল করে রাখছি। এক ইঞ্চি জায়গাও বিজেপিকে ছাড়ব না।’
পাল্টা বিজেপি-র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সহ সভাপতি বিপুল উকিল বলেছেন, ‘এখনও নির্বাচনের দিন ঠিক হয়নি। আদৌ হবে কিনা তার ঠিক নেই। অথচ সমস্ত দেওয়াল দখল হয়ে যাচ্ছে। বিধানসভা ভোটে যে দেওয়ালগুলি আমাদের দখলে ছিল, সেগুলো তৃণমূল দখল করেছে। প্রতিবাদ করতে গেলে আক্রমণ হবে।’
২০১৫-র ভোটে ২০টির মধ্যে ১৬টি ওয়ার্ডে জিতে রানাঘাট পুরসভা দখল করে তৃণমূল। ২টি করে ওয়ার্ডে জেতে কংগ্রেস ও সিপিএম। কিন্তু ভোটের পর কংগ্রেসের দু’জন এবং সিপিএম-এর একজন কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। ২০২০-তে পুরবোর্ডের মেয়াদ পেরিয়ে যাওয়ার প্রশাসক বসানো হয়।
বিধানসভা ভোটের মুখে চার্টার্ড বিমানে দিল্লিতে অমিত শাহের বাসভবনে গিয়ে বিজেপি যোগ দেন পুর প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়। এরপরই এই এলাকায় শক্তিবৃদ্ধি হয় বিজেপির। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হন তিনি। বিধানসভা ভোটের ফলের নিরিখে রানাঘাটের ১২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। বাকি ৮টিতে এগিয়ে তৃণমূল।