সত্যজিত্ বৈদ্য, ঊজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পাল, কলকাতা:ভবানীপুর, খড়দা-সহ ৭ কেন্দ্রে দ্রুত উপনির্বাচন চায় তৃণমূল। বৃহস্পতিবার কমিশনে যাচ্ছেন ৬ তৃণমূল সাংসদ। টিকাকরণ সম্পূর্ণ হওয়ার আগেই ভোট নিয়ে এত তাড়াহুড়ো কেন? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এদিকে, দ্রুত পুরভোট চেয়ে ডেপুটেশন দিল বাম-নেতৃত্ব।
বিধানসভা উপনির্বাচন আগে ?না পুরভোট? তাই নিয়ে এখন তৃণমূল-বিজেপির মধ্যে জোর দড়ি টানাটানি চলছে।এরইমধ্যে রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে ভোটের দাবি জানিয়ে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন ৬ তৃণমূল সাংসদ।
তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন, ১৫ তারিখের মধ্যে দিল্লিতে গিয়ে কমিশনের কাছে উপনির্বাচনের দাবি জানানো হবে। আমাদের নেত্রী বলেছেন, ৭ দিনের সময়সূচিতে ভোট করলেই হবে।
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেজন্য মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কমিশনকে। আমার মনে হয়, সেই পরিস্থিতির এখনো বদল হয়নি। তাই এখনি উপ-নির্বাচন করানো ঠিক হবে না। তাছাড়া রাজ্যে ২ বছর ধরে পুরসভা নির্বাচন ও ৪ বছর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। যারা নির্বাচন করাতে পারে না তারা উপ-নির্বাচনের দাবি করে কী করে?
এ ব্যাপারে সৌগত রায়ের কটাক্ষ, রাজ্যে বিধানসভা নির্বাচন আট দফায় করিয়ে ওরাই তো রাজ্যে করোনা সংক্রমণ বাড়িয়ে দিয়েছিল। তখন তো দফা কমানোর প্রস্তাব মেনে নেওয়া হয়নি।
এরইমধ্যে অবিলম্বে পুরভোট করানোর দাবিতে মঙ্গলবার সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয় বামেরা। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবিন দেব বলেছেন, যদি কোনও নির্বাচন করতে হয়, তাহলে পুর নির্বাচনই করতে হবে। ১২৩টি পুরসভাতে নির্বাচন বাকি। নির্বাচিত বোর্ড না থাকায় করোনা মোকাবিলায় অসুবিধার সম্মুখীন হচ্ছে পুরসভাগুলি।
কলকাতা সহ রাজ্যের শতাধিক পুরসভার ভোট এখনও বকেয়া।অন্যদিকে ,ভবানীপুর, উত্তর ২৪ পরগনার খড়দা,দক্ষিণ ২৪ পরপগনার গোসাবা, কোচবিহারের দিনহাটা ও নদিয়ার শান্তিপুরে উপ নির্বাচন হওয়ার কথা।এছাড়া ভোট হওয়া বাকি আছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে।
বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে গেছেন তিনি। নিয়ম মতো, সরকার গঠনের ছ’মাসের মধ্যে কোনও আসন থেকে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্রে, ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাই, ভবানীপুরে ফের ভোট হবে। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর ভোটে লড়ার কথা।তাই এই পরিস্থিতিতে উপ নির্বাচন কবে হয়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।