হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা: লড়াই এবার ব্যানারে। আমরা দাদার অনুগামীর পাল্টা শ্রীরামপুরে আমরা দিদির সঙ্গে লেখা ব্যানার। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।


শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরুর পর থেকেই বারবার অধিকারী পরিবারের মেজো ছেলেকে কড়া আক্রমণ করছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখনও কর্মিসভায়, তো কখনও সাংবাদিক বৈঠকে।


মন্ত্রিত্ব ছাড়ার পর মহিষাদলে শুভেন্দুর প্রথম সভার দিনই হুগলির শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভায় দেখা গেল আমরা দিদির সঙ্গে লেখা ব্যানার।


মন্ত্রীত্ব ছাড়ার পর শুভেন্দু অধিকারীর পরবর্তী পদক্ষেপ কী হবে? তা নিয়ে জল্পনা তুঙ্গে। সেই সময় শুভেন্দুর সমর্থনে ফের পোস্টার পড়েছে বিভিন্ন জেলায়।


৭ ডিসেম্বর মেদিনীপুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শুভেন্দু অধিকারীর সমর্থনে ব্যানার পড়ে মেদিনীপুরে। পদের পিছনে ছোটেন না দাদা। রবিবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে শুভেন্দুর সভামঞ্চের পাশে এই ইঙ্গিতবহ ব্যানার নজরে পড়ে।


এছাড়াও মালদার হরিশ্চন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এবং জয়নগর-মজিলপুরের বিভিন্ন এলাকাতেও দেখা যায় দাদার অনুগামীদের ব্যানার।


এই নিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী। শুভেন্দুকে নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েন নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।


বিজেপির দক্ষিণ ২৪ পরগনা সহ সভাপতি বসন্ত শেঠিয়া বলেন, শুভেন্দুর অনুগামীরা তাঁদের নেতার গেরুয়া শিবিরে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন।


সবমিলিয়ে ব্যানারের লড়াই ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি।