গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ‘খেলা শুরু’ বলে কটাক্ষ করে, ঘুষি মেরে যুব তৃণমূল কর্মীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বীরভূমের লাভপুরের ঘটনা। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। 


রাজ্যে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, চণ্ডীদাসের বীরভূমে চড়ছে রাজনীতির পারদ...। উত্তপ্ত হয়ে উঠছে লালমাটির জেলা...। কিছুদিন আগেই একুশের ভোটের প্রেক্ষাপটে খেলা হবে বলে হুঙ্কার দেন অনুব্রত মণ্ডল।


তিনি বলেছিলেন, ‘‘খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে। এই মাটিতেই খেলা হবে ৷’’ এবার সেই বীরভূমেরই হাতিয়া গ্রামে এক যুব তৃণমূল কর্মীর উপর হামলা করে পাল্টা খেলা শুরুর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।


হাতিয়ার বাসিন্দা বছর কুড়ির যুব তৃণমূল কর্মী দেবকান্ত পাল। অভিযোগ, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ ব্যাডমিন্টন খেলে বাড়ি ফেরার পথে এই যুব তৃণমূলকর্মীর উপর চড়াও হন বিজেপির ব্লক সভাপতি ও তাঁর দলবল। মারধরের পর খেলা শুরু বলে স্লোগান দেওয়ারও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বীরভূমের আক্রান্ত যুব তৃণমূল কর্মী দেবকান্ত পাল জানান, ‘‘আমি কাল রাতে ফিরছিলাম। সেইসময় আমার পথ আটকে বিজেপির ব্লক সভাপতি লোহার রড দিয়ে আমায় মারে। আমি পড়ে গেলে আমায় বলে এখন থেকেই খেলা শুরু হল।’’


যদিও হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করেছে বিজেপি। অন্যদিকে বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডল জানান, ‘‘এটা আমাদের সংস্কৃতি নয়। এর সঙ্গে বিজেপি কোনওভাবেই যুক্ত নয়। তৃণমূলের গোষ্ঠী কোন্দলই এর জন্য দায়ী। লাভপুর থানায় অভিযোগ দায়ের হলেও, কেউ গ্রেফতার হয়নি।’’