পশ্চিম মেদিনীপুর: প্রথম বর্ষে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কলেজ। ঘটনায় আহত ১১। রিপোর্ট তলব টিএমসিপি রাজ্য নেতৃত্বের।


অশান্তির আশঙ্কায় ছাত্র ভোট পিছিয়ে দিয়েছে সরকার। কিন্তু তাতেও কলেজ অশান্তির বিরাম নেই। এবার প্রথম বর্ষের ছাত্র-ভর্তিকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কলেজে তৃণমূল ছাত্র-পরিষদের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠল!

স্থানীয় সূত্রে খবর, শনিবার থেকেই গড়বেতা কলেজে প্রথম বর্ষের ছাত্র ভর্তি শুরু হয়েছে। অভিযোগ, ভর্তি প্রক্রিয়া চলাকালীন কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দেবরাজ রায় ও টিএমসিপি নেতা মিঠুন সামোইয়ের অনুগামীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে দু’পক্ষ।

সংঘর্ষে আহত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে আশিস চালক নামে এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে গড়বেতা কলেজে প্রবল উত্তেজনা তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় রিপোর্ট তলব করেছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব।

কলেজে ভর্তি প্রক্রিয়া থেকে ছাত্র সংসদকে দূরে থাকার বার্তা দিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজে অনলাইনে ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। তাই গড়বেতা কলেজের ঘটনা দেখে অনেকেই বলছেন, সরকারের সেই বার্তা তো শাসকদলের ছাত্র সংগঠনই মানছে না।