কলকাতা:রোজভ্যালিকাণ্ডে সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদে সরব তৃণমূল। বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ-অবরোধ।

পুরুলিয়া শহরে  ৩২ নম্বর জাতীয় সড়কের ওপর ভিক্টোরিয়া স্কুল মোড়ে অবরোধ করে তৃণমূল। পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গাতেও পথ অবরোধ হয়।

কোচবিহারের বক্সিরহাট ও ভানুকুমারী এলাকার বিজেপির  পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুটিমারি ফুলেশ্বরী এলাকায় মজিক মিঞা নামে এক বিজেপি কর্মীর ওপর হামলা ও বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ। এলাকায় উত্তেজনা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশবাহিনী।

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বি টি রোড অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। টিটাগড় বাজারের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ।

বারাসাতে তৃণমূলের প্রতিবাদ মিছিল। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে চাপাডালির মোড় থেকে ডাক বাংলো মোড়ের দিকে মিছিল।

আলিপুরদুয়ার জেলার নিউ আলিপুরদুয়ার স্টেশনে তৃণমূলের বিক্ষোভ। রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমর্থকদের।

চাকদহ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের। বেলা ১১ টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।

ক্যানিংয়ের রেল মাঠে বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। আজ সকালে তৃণমূলের প্রতিবাদ মিছিল বেরোয়। মিছিল চলাকালীন অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

তৃণমূল সাংসদকে গ্রেফতারের প্রতিবাদে বালিতে মিছিল করল তৃণমূল। পা মেলালেন দলের ১৬ জন তৃণমূল কাউন্সিলর-সহ হাজার খানেক তৃণমূলকর্মীরা।

বর্ধমানের অন্ডালেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। উখরা থেকে সর্দি য়াওয়ার রাস্তা অবরোধ করে তৃণমূলের শ্রমিক সংগঠন। যান চলাচল বন্ধ। এর জেরে বন্ধ রয়েছে কোলিয়ারির কয়লা পরিবহনও।

সুদীপকে গ্রেফতারির প্রতিবাদে বাংলা ঝাড়খণ্ড সীমানায় বিক্ষোভ তৃণমূলের। সকাল সাড়ে ৯ টা নাগাদ আসানসোলে ২ নম্বর জাতীয় সড়কের ওপর কুলটি থানার দুবুরডি চেকপোস্টের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। নেতৃত্বে কুলটির বিধায়ক। এর জেরে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে স্তব্ধ যান চলাচল।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বিক্ষোভ মিছিল তৃণমূলের। ক্যানিংয়ের ১ নম্বর ব্লকে যুব তৃণমূলের ডাকে বিক্ষোভ মিছিলে যোগ দেয় হাজার দুয়েক তৃণমূল কর্মী সমর্থক। মিছিলের নেতৃত্বে ছিলেন ব্লকের যুব সভাপতি পরেশ রাম দাস।