নদিয়া: ৫ বছরের এক ছোট্ট শিশুর সর্বাঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠল নদিয়ায় চাকদার শিমূরালির সুতারগাছিতে। আক্রান্ত শিশুর পরিবারের বক্তব্য,
শনিবার বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন বাড়িওয়ালা বিশ্বনাথ পাল। বাড়ির উঠোনেই তখন খেলছিল ৫ বছরের শিশুটি। আচমকাই পিছন থেকে একটি লাঠি বিশ্বনাথের দিকে ছুঁড়ে মারে সে। বিশ্বনাথের মাথার পিছনে লাগে। বিষয়টি দো’তলার বারান্দায় দাঁড়িয়ে দেখতে পান বিশ্বনাথের বছর সাতাশের মেয়ে। অভিযোগ, সঙ্গে সঙ্গে গরম খুন্তি হাতে নীচে নেমে এসে শিশুটিকে ছ্যাঁকা দেয় সে।
ঘটনার পর শিশুটিকে চাকদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ঘটনার কথা স্বীকার করেছেন অভিযুক্তের মা।
অভিযুক্ত মেয়ে ও তার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিশুর মা-বাবা। দু’জনেই এখন পলাতক।
ছোট্ট শরীরে চরম শাস্তি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। কখনও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ৮ বছরের মেয়েকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।
কখনও স্বামীর সঙ্গে অশান্তির জেরে দো’তলার সিঁড়ি থেকে ২ বছরের শিশুকে নীচে ছুড়ে ফেলে দিতে দেখা গিয়েছে মাকে!
শাস্তির নামে নভি মুম্বই-য়ের ক্রেশে ১০ মাসের শিশুকে মারধরের ছবিও সামনে এসেছে...কোন মানসিকতা থেকে এই নৃশংসতা? উত্তর অভিযুক্তরাই জানে।
ভাড়াটের পাঁচ বছরের বাচ্চাকে গরম খুন্তির ছ্যাঁকা, ফেরার বাড়িওয়ালা ও তাঁর মেয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2017 08:58 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -