খাবার কম দেওয়ার প্রতিবাদ করায় দিঘার হোটেলে পর্যটককে মারধর
ABP Ananda, Web Desk | 12 May 2018 10:13 AM (IST)
দিঘা: খাবার কম দেওয়ার প্রতিবাদ করায় এক মহিলা পর্যটক ও তাঁর স্বামীকে মারধর করল নিউ দিঘার এক হোটেল কর্তৃপক্ষ। মহিলার দাবি, তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি। সোদপুরের বাসিন্দা ওই মহিলা ও তাঁর স্বামীসহ ৮ জনের পর্যটক দল ৯ তারিখ নিউ দিঘার ওই হোটেলে ওঠে। মহিলার অভিযোগ, হোটেল কর্মীরা খাবার কম দেওয়ায় প্রতিবাদ করেন তিনি। এরপরেই তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়। বাধা দিলে মারধর করা হয় তাঁর স্বামীকেও। দিঘা থানার পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন ওই মহিলা। এই ঘটনায় জেলাশাসক, এসডিও ও অ্যাডিশনাল এসপি-র কাছে অভিযোগ জানানো হয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে হোটেল কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, মত্ত অবস্থায় ওই মহিলা ও তাঁর স্বামীই হোটেল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।