সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেন অবরোধ, যাত্রীদের দুর্ভোগ
Web Desk, ABP Ananda | 08 Jan 2018 10:28 AM (IST)
প্রতীকী চিত্র
মালদা, পুরুলিয়া, বর্ধমান: সপ্তাহের প্রথম কাজের দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেন অবরোধ। একাধিক দাবিতে মালদা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জায়গায় অবরোধ ঝাড়খণ্ড দিশম পার্টি-সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের। পুরাতন মালদা ও গাজল স্টেশনে অবরোধের জেরে আটকে আছে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন। সকাল ৬টা থেকে পুরাতন মালদা স্টেশনে আটকে পদাতিক এক্সপ্রেস। মালদা স্টেশনে ব্রহ্মপুত্র মেল-সহ ৪টি ট্রেন আটকে রয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বিভিন্ন স্টেশনে চলছে অবরোধ। পুরুলিয়া এক্সপ্রেস, আসানসোল-হলদিয়া এক্সপ্রেসের মতো বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে। পূর্ব বর্ধমানের ঝাপানডাঙা স্টেশনে সকাল থেকে অবরোধ শুরু হয়। যার জেরে কর্ড লাইনে একাধিক ট্রেন আটকে পড়ে। দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। সকাল সাড়ে ৮টার সময় আরপিএফ গিয়ে অবরোধ তুলে দেয়।