সুনীত হালদার, হাওড়া: টানা বৃষ্টিতে বিপর্যস্ত ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে দূর পাল্লার বেশ কয়েকটি ট্রেন। কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বৃষ্টির জন্য বাতিল করা হয়েছে পূর্বা এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, হাওড়া-ভাগলপুর এক্সপ্রেস। হিমগিরি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস ও হাওড়া-নয়া দিল্লি এক্সপ্রেস। টিকিয়াপাড়া কারশেডে লাইনে জল থাকায় সকাল থেকে হাওড়া স্টেশনে ঢুকতে পারছে না দূর পাল্লার ও স্টাফ স্পেশাল ট্রেন।
রেলের তরফে জানানো হয়েছে, লাইনে জল জমে একাধিক পয়েন্টে রেলের স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা বা RRI বসে যাওয়ায়, ট্রেন চলাচল ব্যাহত হয়। অনেক ট্রেন হাওড়ার আগেই সাঁতরাগাছি-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে বাধ্য হয়ে অনেকে জল ভেঙে লাইন দিয়েই হাঁটতে শুরু করেন। কিছু ট্রেনের যাত্রাপথ অনেক আগেই শেষ করে দেওয়া হয়। যেমন ডাউন পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস।
অবিরাম বৃষ্টিতে জলমগ্ন টিকিয়াপাড়া কারশেড। রুট রিলে ইন্টারলকিং সিস্টেমের একাধিক পয়েন্টে জল ঢুকে গিয়েছে। যার জেরে রেল পরিষেবা ব্যাহত হয়েছে বলে রেল সূত্রে খবর। এদিন খড়গপুর স্টেশনে ট্রেনটি ঢুকলে সেটির যাত্রাপথ সেখানেই শেষ করে দেওয়া হয়। যা নিয়ে বিক্ষোভ দেখান যাত্রীদের একাংশ। একজন বললেন, কোনও ঘোষণা করেনি। এখানে হঠাত্ করে ক্যানসেল করে দিল। এই পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব রেলের ডিভিশনাল কর্মাশিয়াল ম্যানেজার গজরাজ সিংহ চরণ বলেন, গতকাল থেকে লাগাতার বৃষ্টির কারণে ট্র্যাকে জল জমে গেছে। তাই বাতিল করতে হয়েছে।
টানা বৃষ্টিতে জল জমে যাওয়ায় এদিন হাওড়া থেকে একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে, পূর্বা এক্সপ্রেস, লাল কুয়াঁ এক্সপ্রেস, হুল এক্সপ্রেস ও ভাগলপুর এক্সপ্রেস। পাশাপাশি হিমগিরি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেসের মতো একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে বেলুড় স্টেশনের আন্ডারপাসেরও এখন ভাসমান অবস্থা। খড়গপুরেও রেললাইনের ধারের মাটিতে ধস নেমেছে।