তিন তালাকের বিরুদ্ধে লড়াই করা ইশরতের দুই সন্তানকে ‘অপহরণ’ প্রাক্তন স্বামীর, পরে উদ্ধার
Web Desk, ABP Ananda | 31 Aug 2017 11:03 PM (IST)
হাওড়া: দেশের যে পাঁচ নারীর লড়াইয়ের ফলে তিন তালাককে বেআইনি বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, তাঁদের অন্যতম ইশরত জাহান। সেই ইশরতই প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দুই সন্তানকে অপহরণের অভিযোগ করলেন। পরে পুলিশ তাদের বাবার কাছ থেকে উদ্ধার করে ইশরতের দুই সন্তানকে। ইশরতের অভিযোগ, ‘বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আমার ছেলে-মেয়ে বাড়ির কাছেই খেলতে গিয়েছিল। এরপর আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।’ হাওড়ার পিলখানার বাসিন্দা ইশরত গোলাবাড়ি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। হাওড়ার কমিশনার ডি পি সিংহ অবশ্য জানিয়েছেন, ইশরতের সন্তানরা বলেছে, তারা স্বেচ্ছায় বাবার সঙ্গে গিয়েছিল। তাদের থানায় নিয়ে আসা হয়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন করেন ইশরত। তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্ট তিন তালাক নিষিদ্ধ করে দেওয়ার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাঁকে হুমকি দিচ্ছে। পুলিশ তাঁকে নিরাপত্তা দিচ্ছে না।