মালদা: থেকে উদ্ধার ২ যুবকের দেহ ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীপু্র অঞ্চলের কালাচাঁদটোলা গ্রামে। জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও কীভাবে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। পরিবারের দাবি তাঁদের খুন করেই গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দুই তরুণের মধ্যে একজন উচ্চমাধ্যমিকের মেধাবী ছাত্র ছিলেন। 


আজ শুক্রবার সকালে ওই গ্রাম থেকে কয়েকশ মিটার দূরের আমবাগানে ২ যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় মোথাবাড়ি থানায়। আত্মহত্যা নাকি খুন তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে আর কেউ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে। 


জানা গিয়েছে, মৃত ২ যুবকের নাম মনোজ মণ্ডল (১৮) ও চৈতন্য মণ্ডল (১৭)। এদিন সকালে স্থানীয় এক কৃষকের নজরে আসে এই ২ যুবকের ঝুলন্ত দেহ। তিনি পরিবারের লোকেদের খবর দেন। পরিবারের সঙ্গে পৌঁছয় পুলিশও।


মোথাবাড়ি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠায়। ইতিমধ্যেই মৃত দুই যুবকের পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জেরায় মনোজ ও চৈতন্যের পরিবার জানিয়েছে, 'এই ২ জন ভাল বন্ধু ছিল। উচ্চ মাধ্যমিকে ভাল ফল করলেও মনোজের বেশ কিছুদিন থেকেই পড়াশোনায় মন ছিল না।'