পশ্চিম বর্ধমান: বিশ্রাম নিতে যাওয়াই হল কাল!রেস্ট রুমের ওপর দিয়ে যাওয়া পাইপ লাইন থেকে গ্যাস লিক করে মৃত্যু হল দুই শ্রমিকের। রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে দুর্গাপুর স্টিল প্লান্টের কোকওভেন বিভাগে।
তখন ২ নম্বর ব্যাটারির কাছে রেস্ট রুমে বসে বিশ্রাম নিচ্ছিলেন স্টিল প্লান্টের দুই শ্রমিক শেখ হাফিজুল এবং সমীর চক্রবর্তী।
শ্রমিকদের এই রেস্ট রুমের ওপর দিয়েই গিয়েছে গ্যাসের পাইপ লাইন।সেখান থেকে হঠাৎই গ্যাস লিক করতে শুরু করে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। তাঁদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আরও তিন শ্রমিক। তাঁদের কোনওমতে উদ্ধার করে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্গাপুর স্টিল প্লান্টে আগেও গ্যাস লিক করে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে আতঙ্কে শ্রমিকরা। দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় এদিন প্রকল্প এলাকায় বিক্ষোভ দেখায় INTTUC।
দুর্গাপুর স্টিল প্লান্টের জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাদ্দার জানিয়েছেন, এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তকারী দল গঠন করা হয়েছে। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবে।
দুর্গাপুর স্টিল প্লান্টে গ্যাস লিক করে দুই শ্রমিকের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Nov 2017 09:39 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -