জলপাইগুড়ি: তাঁদের কাজ, আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দেওয়া! অথচ তাঁরাই কি না স্কুলের ছোট ছোট ছেলে-মেয়েদের সামনে মারপিটে জড়ালেন!
নজিরবিহীন দৃশ্যের স্বাক্ষী থাকল জলপাইগুড়ির ধুপগুড়ির বারোহালিয়া এসপি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।
বৃহস্পতিবার মিড মে মিল খাচ্ছিল পড়ুয়ারা। এই সময় বচসায় জড়িয়ে পড়েন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফণীন্দ্র সরকার এবং স্কুলেরই শিক্ষক অজয় চিসিং।একে অপরকে চড়-ঘুষি মারেন বলে অভিযোগ।
দু’জনকেই প্রথমে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে। দুই শিক্ষকই নিজেকে নির্দোষ বলে দাবি করে একে অপরকে দুষেছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, অভিযুক্ত শিক্ষক, নিয়মিত স্কুলে আসেন না! এলেও তাড়াতাড়ি চলে যান! এই নিয়েই বচসা।
অভিযুক্ত শিক্ষকের আবার দাবি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁকে নিয়মিত অপমান করেন!
জেলা স্কুল পরিদর্শক জানিয়েছেন, তাঁদের কাছে বিষয়টি এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
মারপিটে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং শিক্ষক দু’জনেই ধুপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।
জলপাইগুড়ির স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকের হাতাহাতি-ঘুষি,দর্শক পড়ুয়ারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2018 12:06 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -