হাওড়া: উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। গঙ্গারামপুরে সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজপি। তা নিয়ে তুঙ্গে ওঠে দু’পক্ষের তরজা। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভোট পড়েছে ৭৬ শতাংশ।
উপনির্বাচন ঘিরে সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় ছিল কড়া নিরাপত্তা। বহিরাগত অনুপ্রবেশ ঠেকাতে চলে ধরাপাকড়। কিন্তু, বেলা গড়াতেই উলুবেড়িয়ার গঙ্গারামপুরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের অভিযোগ ওঠে। বিজেপির দাবি, প্রায় পাঁচশো জন তৃণমূল সমর্থক তাঁদের ওপর চড়াও হন। ক্যাম্প অফিস ভাঙচুর করেন।
তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় পুলিশ এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম মল্লিক এর নেপথ্যে চক্রান্তের অভিযোগ তুলেছেন। তৃণমূল অবশ্য এসবে গুরুত্ব দিতে নারাজ। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন সাংসদ প্রয়াত সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদের চ্যালেঞ্জ, গত লোকসভা ভোটের তুলনায় এই কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান বাড়বে।
উলুবেড়িয়ায় শেষমেশ কার পাল্লা ভারী হয়, সেটা বোঝা যাবে ১ ফেব্রুয়ারি ফল ঘোষণার পরই।
উলুবেড়িয়া উপনির্বাচন: গঙ্গারামপুরে তৃণমূল-বিজপি সংঘর্ষ, ভোট পড়ল ৭৬ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jan 2018 07:40 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -